শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মানোয়ার হোসেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৩ এএম

দূরদর্শী উদ্যোক্তা এবং দেশীয় শিল্প-বাণিজ্যের পথিকৃৎ আলহাজ আনোয়ার হোসেন এর প্রতিষ্ঠিত দেশের অন্যতম বৃহত্তর শিল্প পরিবার আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান হিসেবে জনাব মানোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন । গত ১৭ আগস্ট ২০২১ তারিখে ৮৩ বছর বয়সে রাজধানী ঢাকার একটি হাসপাতালে আলহাজ আনোয়ার হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বাবা আলহাজ আনোয়ার হোসেনের সুযোগ্য সন্তান জনাব মানোয়ার হোসেন বাবার পদে স্থলাভিষিক্ত হয়েছেন । চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার আগে, জনাব মানোয়ার হোসেন প্রতিষ্ঠানটির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন । আনোয়ার গ্রুপের ১৮৭ বছরের বাণিজ্যিক পথচলার পরম্পরায় ১৯৫২ সালে আলহাজ আনোয়ার হোসেন তাঁর পারিবারিক ব্যবসায়ের বৈচিত্র্য আনার উদ্যোগ নেন । ২০০৮ সালে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট কর্তৃক দেশের সবচেয়ে বৈচিত্র্যময় গ্রুপ হিসেবে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ স্বীকৃতি অর্জন করে । গ্রুপটি বর্তমানে বস্ত্র, নির্মাণ সামগ্রী, পলিমার, পাট, রিয়েল এস্টেট, ফার্নিচার ও হোম ডেকর, স্টিল, সিমেন্ট, ব্যাংক, সিমেন্ট শীট, ইন্স্যুরেন্স, নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ক্যাপিটাল মার্কেট, অটোমোবাইল ইত্যাদিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে । আনোয়ার গ্রুপ দেশের প্রথম শিল্পোদ্যোগ হিসেবে বহুকিছু প্রতিষ্ঠা করেছে, যার মধ্যে পলিয়েস্টার ফেব্রিক, পিটিএফই টেপ, জিআই ফিটিংস, ইউপিভিসি ফিটিংস, ইলেকট্রিক্যাল ক্যাবল এবং সুপার এনামেল কপার ওয়্যার প্রস্তুত অন্যতম । দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের যাত্রাও শুরু হয় আনোয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় । আলহাজ আনোয়ার হোসেন ও বিবি আমেনার জ্যেষ্ঠ পুত্র মানোয়ার হোসেন । ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর একসময়ের শিক্ষক হ্যারি ড্যাং এর শিক্ষাদানে ভারতের দার্জিলিং-এ অবস্থিত সেন্ট পলস স্কুলে অধ্যয়নরত ছিলেন । পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং ১৯৯২ সালে এমবিএ সম্পন্ন করেন । ১৯৯৩ সালে তিনি পারিবারিক ব্যবসায় যুক্ত হন । ১৯৯৯ সালে তিনি সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন । তিনি বাংলাদেশ ফাইন্যান্সের মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের স্টিল ম্যানুফাকচারিং অ্যাসোসিয়েশন এর সভাপতি, মধুমতি ব্যাংক এর ডিরেক্টর এবং বিডি সিকিউরিটিজ, বিডি ক্যাপিটাল হোল্ডিংস এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্পন্সর প্রমোটার ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন