বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রুশ প্রেসিডেন্ট পুতিন আইসোলেশনে, বাতিল করলেন তাজিকিস্তান সফর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:০১ পিএম | আপডেট : ৬:২৪ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২১

করোনাভাইরাস সংক্রমণের পর দেহরক্ষী অসুস্থ হয়ে পড়ায় আইসোলেশনে চলে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে আগামী সপ্তাহে তার নির্ধারিত তাজিকিস্তান সফর বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার ক্রেমলিনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

আফগানিস্তানে সৃষ্ট সঙ্কটকে সামনে রেখে আঞ্চলিক সহযোগিতার বিষয়ক জোট সিএসটিও ও এসসিও এর উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল তাজিকিস্তানে। সফর বাতিল হওয়ার বিষয়টি তাজিকিস্তানের প্রেসিডেন্টকে কল করে জানিয়েছেন পুতিন। তিনি ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন। উল্লেখ্য, পুতিন রাশিয়ার উদ্ভাবিত করোনা টিকার দুই ডোজ নিয়েছেন। তারপরও সতর্কতাবশত তিনি সঙ্গনিরোধ পালন করছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন