শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

১৬ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এফ হক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শতাধিক শিক্ষার্থীর মোবাইল নাম্বার পরিবর্তন করে উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলা করেছেন ভূক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে স্থানীয় রিপন মিয়া। তিনি গত ৭ সেপ্টেম্বর গাইবান্ধার সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন। গত সোমবার ১৩ সেপ্টেম্বর দুপুরে মামলাটি আদালত শুনানির জন্য গ্রহণ করেছেন। আগামী ৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন আদালত। মামলার বাদি রিপন মিয়ার এড. মো. নুরুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেন। মামলায় মূল আসামি করা হয়েছে চন্ডিপুর এফ হক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আমিন হোসেন, অফিস সহকারী ফিরোজ কবির ও সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, মোজাহিদুল সরকার, সাইফুল এবং হাবিবুর রহমানকে। সহযোগী আসামি করা হয়েছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সোনালী ব্যাংক সুন্দরগঞ্জ শাখার ব্যবস্থাপক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের কর্মকর্তা, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড দিনাজপুর ও পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর আগে গত ৩০ জুন বিবাদী সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হকের বিরুদ্ধে উকিল নোটিশ প্রেরণ করা হলেও তিনি কোনো জবাব দেননি বলে জানান বাদি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন