শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিমিষেই ১৯ হাজার একর বনাঞ্চল পুড়ে ছাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

ভয়াবহ দাবানলে পুড়েই চলেছে স্পেনের দক্ষিণাঞ্চল। এরইমধ্যে আড়াই হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দাবানলে নতুন করে পুড়ে গেছে ১৯ হাজার একরের বেশি বনাঞ্চল। ভয়াবহ দাবানলে জ্বলছে স্পেনের দক্ষিণাঞ্চলীয় মালাগা প্রদেশের সিয়েরা বারমেজার পাহাড়ি এলাকা। এরইমধ্যে ওই অঞ্চলটি থেকে আড়াই হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের সব ধরনের সাবধানতা মেনে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর কয়েকটি দল। দমকল বাহিনীল এক কর্মী বলেন, অনেকগুলো ইউনিট কাজ করছে, অনেক প্রস্তুতি সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এরপর কী করব বুঝতে পারছি না। দাবানল নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রায় এক হাজার দমকলকর্মী। বিমান থেকে ছেটানো হচ্ছে পানি। এরপরেও নেভানো যাচ্ছে না আগুন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন