মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নাইমুরের ৫ উইকেট আর আইচের সেঞ্চুরিতে উড়ে গেল আফগানরা

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ যুবাদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন আইচ মোল্লা। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে যেখানে শেষ করেছিলেন, গতকাল তৃতীয় ওয়ানডেতে শুরুটা করলেন সেখান থেকেই।
‘হিমশীতল মস্তিষ্কের’ আইচ এবার মাঠ ছাড়লেন সেঞ্চুরি করে। তার দুর্দান্ত ইনিংসের পর বোলারদের দাপটে সিলেটে ১২১ রানের বড় জয়ই পেল বাংলাদেশ। তাতে আগের দুই ম্যাচ জেতা যুবাদের সিরিজ নিশ্চিত হলো দুই ম্যাচ হাতে রেখেই। আগামী শুক্রবার ও রোববার হবে নিয়মরক্ষার শেষ দুই ওয়ানডে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ যুব অধিনায়ক এসএম মেহেরব। তবে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিল ভালো শুরু এনে দিতে পারেনি। দলীয় ৪ রানে নাবিল আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। এক ওভার পরেই রানের খাতা খোলার আগেই নাভিদ জাদরানের বলে বিলাল সায়েদির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান খালিদ হাসান।
১০ রানের মধ্যেই দুই উইকেট পড়ে গেলে উইকেটে আসেন আইচ। মফিজুল ইসলামকে নিয়ে শুরুতে প্রাথমিক ধাক্কা সামলে নেন। পরে মফিজুল আউট হলেও একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন আইচ। শেষ পর্যন্ত ১৩০ বলে ১০৮ রান করে যখন মাঠ ছাড়েন, ততক্ষণে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় বাংলাদেশ। আইচের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২২ রান তোলে বাংলাদেশ।
২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আফগান যুবারা। রিপন মন্ডল ও নাইমুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ৭.৪ ওভার বোলিং করে ১৭ রান খরচায় ৫ উইকেট নেন নাইমুর। রিপনের শিকার ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৫০ ওভারে ২২২/৬ (মফিজুল ২৭, আইচ ১০৮, মামুন ৩২*, আরিফুল ৪* ; জাদরান ১/৪৮, আহমেদজাই ৩/৩৯, ইজহারুল ১/২৫, ইজাজ ১/১৫) আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল : ৩৯.৪ ওভারে ১০১ (সাফি ১৮, বিলাল ২২, ইজাজ ২১, সালিমি ১৩; রিপন ৩/১৭, আরিফুল ২/২৩ , নাঈমুর ৫/১৭ ) ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১২১ রানে জয়ী।
ম্যাচসেরা : আইচ মোল্লা। সিরিজ : ৫ ম্যাচ সিরিজ বাংলাদেশ ৩- ০ ব্যবধানে এগিয়ে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
M A Hasmot Ullah ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৫ এএম says : 0
Congratulations
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন