শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মীরসরাইয়ে মতবিনিময় সভা

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মীরসরাই উপজেলা প্রশাসন এবং মিরসরাই ও জোরারগঞ্জ থানা পৃথকভাবে দুর্গাপূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে মীরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে ও গতকাল শুক্রবার মীর কমিউনিটি সেন্টারে মীরসরাই থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো: আহসানুল কাদের ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী। উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম পিপিএমের উপস্থাপনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মীরসরাই পৌরসভার মেয়র মো: গিয়াস উদ্দিন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উত্তম কুমার শর্ম্মা, সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজীব, মীরসরাই কালীবাড়ী কমিটির সভাপতি সুদর্শন রায়, মসজিদিয়া পূজা উদ্যাপন কমিটির সভাপতি সাংবাদিক বিপুল দাশ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মীরসরাই প্রেসক্লাবের সভাপতি মাহবুব পলাশ, সহ-সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংস্কৃতিক সম্পাদক ইলিয়াছ রিপন। সভায় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবে ভক্তবৃন্দ যাতে নির্বিঘেœ পূজা-অর্চণা পালন করতে পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মীরসরাই থানার আওতাধীন ৩৬টি মন্দিরে পূজার সময় পুলিশের মোবাইল টিমের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন