বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে মুসলিম নারীর সাথে সফর করায় হিন্দু যুবককে বেধড়ক পিটুনি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:২০ এএম

ভারতে এক মুসলিম নারীর সাথে সফর করায় হিন্দু যুবককে বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে। অভিযোগ, যুবককে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং বেশ কয়েক ঘণ্টা আটকেও রাখা হয়। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার নিজামাবাদ জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যম ‘Times Now’ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ৮ সেপ্টেম্বর। আক্রান্ত যুবক নিজামাবাদে স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত। ওই দিন সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারী সহকর্মীর সাথে কর্মস্থল থেকে একটি বাইকে চেপে শহরের একটি হাসপাতালে কিছু নথি সংগ্রহ করতে যাচ্ছিলেন তিনি। তখনই গাড়িতে পিছু ধাওয়া করে তাদের উপর চড়াও হয় বেশ কয়েকজন ব্যক্তি। প্রচণ্ড মারধর করা হয় ওই যুবককে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘Times Now’ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ৮ সেপ্টেম্বর। আক্রান্ত যুবক নিজামাবাদে স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত। ওই দিন সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারী সহকর্মীর সাথে কর্মস্থল থেকে একটি বাইকে চেপে শহরের একটি হাসপাতালে কিছু নথি সংগ্রহ করতে যাচ্ছিলেন তিনি। তখনই গাড়িতে পিছু ধাওয়া করে তাদের উপর চড়াও হয় বেশ কয়েকজন ব্যক্তি। প্রচণ্ড মারধর করা হয় ওই যুবককে।

এদিকে, এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই বিষয়ে ১১ সেপ্টেম্বর স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে হামলায় জড়িত চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুই অভিযুক্ত এখনো পলাতক। যেহেতু আক্রান্ত ব্যক্তি দলিত সম্প্রদায়ের, তাই হামলাকারীদের বিরুদ্ধে এসসি, এসটি ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে নিজামাবাদ শহরে। এর আগেও ওই এলাকায় বেশ কয়েকবার সাম্প্রদায়িক সংঘাত বেঁধেছে।

উল্লেখ্য, দক্ষিণ ভারতে, বিশেষ করে কেরালা ও তেলেঙ্গানায় সাম্প্রদায়িক সংঘাত বিগত দিনে বেড়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
ফিরোজ খান ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৬ পিএম says : 0
ওদের দেশে কেউ নিরাপদ না
Total Reply(0)
তাওহিদ ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৭ পিএম says : 0
এটা কোন সুস্থ মানুষের কাজ হতে পারে না
Total Reply(0)
মিলন খন্দকার ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৮ পিএম says : 0
এরা যখন নারী অধিকারের কথা বলে, তখন খুব রাগ হয়
Total Reply(0)
Nizam Uddin ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৯ পিএম says : 0
এই দেশের সরকার আবার আফগান নারীদের অধিকার নিয়ে কথা বলে!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন