শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁদে জমি কিনলেন সাতক্ষীরার দুই তরুণ

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৪ পিএম

ছেলেবেলায় আমাদের কল্পরাজ্যে চাঁদের বুড়ির অবয়ব তৈরি করে দেওয়া হয়। শিশুমন ধরেই নেয়- চাঁদের মালিক হলো সেই বুড়ি। সেখানে বসে চরকায় সুতা কাটা তার একমাত্র কাজ।

কল্পনার সেই চাঁদের দেশেই জমি কেনার দাবি করেছেন বাংলাদেশের সাতক্ষীরার দুই তরুণ।

স¤প্রতি চাঁদের জমি বিক্রি করা মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে এক একর জমি কিনেছেন দুই বন্ধু এস এম শাহিন আলম ও শেখ শাকিল হোসেন।

মাত্র ৫৫ ডলার দিয়ে জমি কেনার দাবি তাদের।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সেই জমির দলিলও পেয়েছেন তারা। চাঁদের ম্যাপেও উল্লেখ রয়েছে কোথায় তাদের জমি।

যে প্রতিষ্ঠান থেকে চাঁদে এর আগে জমি কিনেছেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশ, জিমি কার্টার ও রোলান্ড রিগ্যান, সেই প্রতিষ্ঠানের মালিক ডেনিস হোপের কাছ থেকেই জমি কিনেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের এস এম শাহিন আলম ও সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া গ্রামের শেখ শাকিল হোসেন।

জানতে চাইলে এস এম শাহিন আলম বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রতিবেশি দেশ ভারতের অনেক নামীদামী তারকা চাঁদে জমি কিনেছেন। চাঁদে আমাদের জমি থাকবে, এমন শখ থেকেই খোঁজখবর নিতে শুরু করি এবং সকল প্রক্রিয়া সম্পন্ন করি।

শেখ শাকিল হোসেন জানান, কল্পরাজ্যের চাঁদের দেশে এক টুকরো জমি কিনতে পেরে আমরা দারুণ উচ্ছ¡সিত। খুব সম্ভবত, আমরাই প্রথম বাংলাদেশি যারা চাঁদে জমি কিনেছি।

চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’-ই হলো সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। যার বাংলা অর্থ ‘চন্দ্র দূতাবাস’।

তাদের তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম একর প্রতি ২৪.৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার৷ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১২৫ টাকা থেকে ৪২৪৩৭ টাকা।

জানা গেছে, জমি কেনার পর ক্রেতাকে একটি বিক্রয় চুক্তি, কেনা জমির একটি স্যাটালাইট ছবি এবং জমিটির ভৌগলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও পাঠিয়ে থাকে সংস্থাটি৷ এছাড়া, কেউ যদি আরো একটু ব্যয় করতে রাজি থাকে, তাহলে তাদের জন্য চাঁদের সম্পূর্ণ মানচিত্র এবং অন্যান্য তথ্যও সরবরাহ করা হয়।

চাঁদে জমি কেনা এস এম শাহিন আলম সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও শেখ শাকিল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
Muzibur Rahman ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪২ পিএম says : 0
....... can only purchase land on moon.
Total Reply(0)
Rehman Mahfuz ১৫ সেপ্টেম্বর, ২০২১, ২:০২ পিএম says : 0
পাগলা কুকুর কামড়ে দিলে কি আর করা?
Total Reply(0)
কবির সরকার ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৪:৫৬ পিএম says : 0
তোরা বোকা ।।
Total Reply(0)
সজিবুল ইসলাম ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৮:২৩ এএম says : 0
ওরা তো পাগল হইছে আগেই।এখন ভাল মানুষগুলো কেও পাগল বানাবে
Total Reply(0)
G.M. Mohasin Uddin ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৩:১৭ পিএম says : 0
পুরানো পাগলে ভাত খেতে পারে না, নতুন পাগলের আমদানি
Total Reply(0)
A. S. M. Noor-E-Alam Navim ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৪:০৪ পিএম says : 0
Congratulations Both.. :D
Total Reply(0)
Sohrab Hossain ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৬ পিএম says : 0
Bad Decision.
Total Reply(0)
মোঃ হাতেম আলী ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৪:৩০ পিএম says : 0
এখন থেকে চাঁদের মাটিতেও বাংলাদেশীদের অংশীদারিত্ব আছে প্রমাণ হল....!
Total Reply(0)
Md Jakir Hossen ১৭ জানুয়ারি, ২০২২, ৮:৫৫ পিএম says : 0
আমি চাঁদে দেশে জমি কিতে চাই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন