বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পিএসজির স্বপ্নপূরণের অভিযানে মেসি-নেইমার-এমবাপ্পেরা

উয়েফা চ্যাম্পিয়নস লীগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৪:২৪ পিএম

প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) হয়ে লিওনেল মেসি কবে খেলবেন? এই প্রশ্ন উড়ছিল ফুটবল বিশ্বে। পিএসজি’র জার্সি গায়ে লিওনেল মেসি মাঠ মাতাবেন সেই দৃশ্য দেখার অপেক্ষায় ছিল বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত।

পিএসজি ভক্তদের তো তর সরছিল না। মেসি খেলতে পারেন সেই সম্ভাবনায় দুই ম্যাচ আগ থেকেই টিকিট কেনার জন্য হুড়োহুড়ি লেগে গিয়েছিল। পিএসজির দ্বিতীয় ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায় মেসির খেলার সম্ভাবনায়। অথচ ওই ম্যাচের দলেই ছিলেন না তিনি।

অবশেষে গেল সপ্তাহে রিমসের বিপক্ষে অভিষেক হয়ে গেল সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের। ম্যাচের ৬৫তম মিনিটে প্রিয় বন্ধু নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন ফুটবল যাদুকর। খেলেন (৯০+৬) মিনিট পর্যন্ত।

লিওনেল মেসির অভিষেকের পর পিএসজি খেলে ফেলেছে আরও একটি ম্যাচ। তবে, ফরাসি লিগে দুর্বল ক্লেরমন্ট ফুটের বিপক্ষে মেসি-নেইমারকে ছাড়াই বড় জয় পায় দলটি। এবার মেসির পালা প্যারিসের ক্লাবটি র হয়ে শুরুর একাদশে খেলা। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আজই পিএসজির হয়ে একেবারে শুরুর একাদশে দেখা যেতে পারে ছয়বারের বর্ষসেরা এই ফুটবলারকে।

এমনটাই যদি হয়, এতদিনের ফুটবল ভক্তদের বহু কাংখিত মেসি-নেইমার-এমবাপ্পে আক্রমণভাগেরও ঝলক দেখা যেতে পারে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসজির হয়ে লিওনেল মেসির অভিষেকে প্রতিপক্ষ ক্লাব ব্রুগ। বহু দিন ধরে ইউরোপসেরা হওয়ার স্বপ্ন দেখা ফরাসিরা বাংলাদেশ সময় রাত একটায় স্বপ্নের অভিযানে প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে।

এক মৌসুম আগেও চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে ক্লাব ব্রুগের বিপক্ষে খেলেছে পিএসজি। সেবার দুই লেগে বেলজিয়ান ক্লাবটির বিপক্ষে ৬-০ গোলের জয় পায় নেইমাররা। সবশেষ ম্যাচে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত হয় দলটি। এবার, মেসিরও যোগ হওয়ায় দুর্বল দলটির বিপক্ষে উড়ন্ত জয়েই স্বপ্ন পূরণে দুর্দান্ত শুরু করতে চাইবে পচিত্তিনোর দল, তা নিঃসন্দেহে বলে দেওয়া যেতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন