বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অভিনয় আমার জন্য শুধু খ্যাতি ও অর্থের মাধ্যম নয় : পঙ্কজ ত্রিপাঠী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর মতে অভিনয় হল তার জন্য নিজেকে নবায়ন করার মত আর তাতে তিনি তার চরিত্রগুলো পরম নিখুঁতভাবে ফুটিয়ে তোলার প্রয়াস পান। ২০০৪ সালে ‘রান’ ফিল্মে একটি ছোট ভূমিকা দিয়ে বলিউডে পঙ্কজের অভিষেক হয়েছিল, তবে তিনি প্রথম ব্যাপক পরিচিতি লাভ করেন অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ভাসিপুর’ দিয়ে। এরপরও ভক্ত দর্শকদের মনে দাগ কেটেছে তার অনেকগুলো চরিত্র রূপায়ন। এর মধ্যে ‘গুঞ্জণ সাক্সেনা’ এবং ‘বারেলি কি বরফি’তে বাবার চরিত্র, ‘গুরগাঁও’তে একজন রিয়েল এস্টেট টাইকুনের ভূমিকা, ‘মির্জাপুর’-এ ভয়ানক কালিন ভাইয়া, ‘স্ত্রী’ এবং ‘নিউটন’-এর সিপিআরএফ কর্মকর্তার চরিত্রগুলো। ‘সেক্রেড গেমস’ এবং ‘লুডো’তে তার চরিত্রগুলোও ভোলার নয়। তবে অভিনেতা বলেন, ‘অভিনয় আমার জন্য শুধু খ্যাতি আর অর্থোপার্জনের মাধ্যম নয় বরং এর মাধ্যমে আমার ভেতরের সত্তাকে নিয়ত নতুন করে আবিষ্কার করি আর নিজেকে নতুন করে সাজিয়ে নিই।’ পঙ্কজ আরও বলে অভিনয় তার অন্তর্নিহিত শক্তিকেও নবায়ন করে এবং তার অনুভূতিকে জাগিয়ে তোলে। তিনি বলেন, ‘অভিনয় আমার শক্তিকে নবায়ন আর স্পর্শ, অনুভব আর স্বাদের অনুভূতিকে সজাগ করে তোলে যাতে আমি আমার শিল্পকে পারফর্ম করতে পারি আরও একনিষ্ঠ ও সৎভাবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন