শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁদে এক একর জমি কিনলেন সাতক্ষীরার দুই বন্ধু

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৪ পিএম

চাঁদের জমি বিক্রি করা মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে এক একর জমি কিনেছেন দুই বন্ধু এস এম শাহিন আলম ও শেখ শাকিল হোসেন। মাত্র ৫৫ ডলার দিয়ে জমি কেনার দাবি তাদের। বুধবার (১৫ সেপ্টেম্বর) সেই জমির দলিলও পেয়েছেন। চাঁদের ম্যাপেও উল্লেখ রয়েছে কোথায় তাদের জমি। যদিও চাঁদের মালিকানা ব্যক্তিগত হতে পারে কি-না তা নিয়ে রয়েছে বিতর্ক।

জমি কেনা সাতক্ষীরার দুই তরুণ হলেন শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের গ্রামের এস এম শাহিন আলম ও সদর উপজেলার জোড়দিয়া গ্রামের শেখ শাকিল হোসেন। এর আগে বাংলাদেশি আরেক ব্যক্তির চাঁদে জমি কেনার খবর গণমাধ্যমে আসে।

জানতে চাইলে এস এম শাহিন আলম বলেন, ‘আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রতিবেশী দেশ ভারতের অনেক বিশিষ্ট ব্যক্তি চাঁদে জমি কিনেছেন। চাঁদে আমাদের জমি থাকবে, এমন শখ থেকেই খোঁজখবর নিতে শুরু করি এবং সকল প্রক্রিয়া সম্পন্ন করি।’

শেখ শাকিল হোসেন বলেন, ‘কল্পরাজ্যের চাঁদের দেশে এক টুকরো জমি কিনতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত।’

চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’-ই হলো সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। তাদের তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম একর প্রতি ২৪.৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার৷ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই হাজার ১২৫ টাকা থেকে ৪২ হাজার ৪৩৭ টাকা। জমি কেনার পর ক্রেতাকে একটি বিক্রয় চুক্তি, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগলিক অবস্থান ও মৌজা-পরচার মতো আইনি নথিও পাঠিয়ে থাকে সংস্থাটি৷ এছাড়া, কেউ যদি আরো একটু ব্যয় করতে রাজি থাকে, তাহলে তাদের জন্য চাঁদের সম্পূর্ণ মানচিত্র এবং অন্যান্য তথ্যও সরবরাহ করা হয়।

বর্তমানে এস এম শাহিন আলম সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও শেখ শাকিল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Nayeemul ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৬:০২ এএম says : 0
Unader 10 generation pore ei jomi kaje lagbe. Kintu voy holo oikhane jodi Jamat, awamilig, ba bnp jomi dokhol kore fele.
Total Reply(0)
Shahed ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৭:১৯ এএম says : 0
ভাইজান, কখন রওনা দিবেন চাঁদে নিজের জমি দেখতে আওয়াজ দিয়েন, এয়ারপোর্ট এ যাবো বিদায় দিতে!
Total Reply(0)
Shahed ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৭:১৯ এএম says : 0
ভাইজান, কখন রওনা দিবেন চাঁদে নিজের জমি দেখতে আওয়াজ দিয়েন, এয়ারপোর্ট এ যাবো বিদায় দিতে!
Total Reply(0)
প্রবাসী-একজন ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩৮ এএম says : 0
বিদেশী বাটপারেরা কিভাবে টাকা কামাই করে আর বোকারা তার আঞ্জাম দেয়, এ হলো তার একটা উদাহরণ।
Total Reply(0)
Murad ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৬ এএম says : 0
Akhon ei dui ghadhare chande pathano hok. Dui gadha komuk desh theke
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন