মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ওয়ান্ডারার্সের নতুন ফুটবল সম্পাদক সুমন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৫:৫২ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। বঙ্গবন্ধু যৌবনকালে এই ক্লাবের হয়ে ফুটবল খেলেছিলেন। দেশ স্বাধীনের আগে ও পরে ওয়ান্ডারার্সের ফুটবল দল দাপটের সঙ্গেই ঢাকা লিগে অংশ নিয়ে সাফল্য পেয়েছে। যদিও কালের বিবর্তনে ঐতিহ্য হারিয়েছে ক্লাবটির ফুটবল দল। দুই বছর আগে নিষিদ্ধ জুয়া ক্যাসিনোকা-ে বিধ্বস্ত ওয়ান্ডারার্স এখন পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর খ্যাত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) খেলছে। চলতি মৌসুমে বিসিএলে তারা পঞ্চমস্থান পেয়েছে। তবে ফুটবলে হারানো ঐতিহ্য ফিরে পেতে একটি শক্তিশালী ফুটবল উপ-কমিটি গঠন করেছে ওয়ান্ডারার্স। ১১ সদস্যের এই কমিটির সম্পাদক করা হয়েছে বিশিষ্ট ফুটবল সংগঠক সুমন আলমকে। সম্প্রতি ওয়ান্ডারার্সের নবগঠিত কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

দায়িত্ব পেয়ে সুমন বলেন, ‘দেশের ফুটবলে এক সময় ঐতিহ্যের অন্যতম ধারক-বাহক ছিল ঢাকা ওয়ান্ডারার্স। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ক্লাবটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করবো। আমাদের লক্ষ্য থাকবে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্সকে খেলানো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন