মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

সাফ চ্যাম্পিয়নশিপে ফুটবলে বাংলাদেশের হয়ে খেলবে সিলেটের প্রবাসী ইউসুফ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৫:৫৭ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে রয়েছেন তিন জন প্রবাসী ফুটবলার। এরা সকলেই বাংলাদেশি বংশোদ্ভূত। এই সংখ্যা সামনে আরও বাড়ছে। সাফ চ্যাম্পিয়নশিপের আগামী আসরের জন্য জাতীয় দলের প্রাথমিক দলে আরেক প্রবাসী ফুটবলারকে ডাকতে যাচ্ছেন বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে। ওই ফুটবলারের নাম ইউসুফ জুলকারনাইন হক। সে যুক্তরাজ্য প্রবাসী এবং আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। ১৮ বছর বয়সী এই ফুটবলার ইংল্যান্ডের ইপ্সউইচ টাউন এফসির অনূর্ধ্ব-১৮ ও ২৩ দলের খেলোয়াড়। এলাকার সম্পর্কে ইউসুফ সিলেটের ফুটবল কোচ খালেদ আহমদের ভাতিজা হন। তার সম্পর্কে খালেদ জানান, ‘ইউসুফদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। তবে সিলেট নগরীরর এখন তাদের বসতবাড়ি। পরিবারের সাথে যুক্তরাজ্যেই বসবাস করে ইউসুফ। ছোটবেলা থেকেই ফুটবলের সাথে জড়িয়ে আছে সে।’ খালেদ জানান, বর্তমানে পাসপোর্ট করানো নিয়ে ব্যস্ত ইউসুফ। পাসপোর্ট হাতে পেলে দেশে আসতে পারেন তিনি। সাফ চ্যাম্পিয়নশিপের নতুন আসর আগামী মাসে মালদ্বীপে। এদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইউসুফ জুলকারনাইনকে খেলার অনুমতি দিতে আবেদন করেছে। তাকে মালদ্বীপে পাঠানোর সরকারি অনুমতি (জিও) পাওয়ার চেষ্টা করছে বাফুফে। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে থাকা তিন প্রবাসী ফুটবলার হলেন- ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী এবং কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান। দলে সুযোগ পেতে পারেন ফ্রান্স প্রবাসী তাহমিদ ইসলাম। পুরো ফিট হওয়ার অপেক্ষায় আছেন তিনি। এছাড়া সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে রাখা হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেকেও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন