বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

না জানিয়ে একজনের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে ব্যবসা করেছিলাম। ফিরিয়ে দেওয়ার নিয়ত ছিল না। এখন ভুল বুঝতে পেরে তার টাকা ফেরত দিতে চাই । প্রশ্ন হলো ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফা খাওয়া আমার জন্য বৈধ হবে কিনা? একজন মান্নত করেছে সুস্থ হলে আল্লাহর ওয়াস্তে জানের বদলে জান সদকা দিবে সেক্ষেত্রে মুরগি/হাঁস দিলে হবে কি না ? বা ছাগল দিলে কয় বছরের দিতে হবে ?

শাহ হোসেন আহমাদ
ইমেইল থেকে

প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৭:১৭ পিএম

উত্তর : মূল টাকা পরবর্তী সমস্ত লাভসহ ফেরত দিতে হবে। সেই ব্যক্তি যদি দয়াবশত কিছু অংশ রেখে দেওয়ার অনুমতি দেয়, তাহলেই কেবল রাখা যাবে। জানের বদলে জান সদকার অর্থ হচ্ছে, যে কোনো হালাল প্রাণী দান করা। সাধারণত এ দিয়ে গরু ছাগলই বোঝানো হয়। যে পশু দিয়ে কোরবানী জায়েজ। গরীব মানুষের বেলায় হাঁস মুরগি হলেও মানত আদায় হবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন