শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রত্নতত্ত্ব অধিদফতরে নতুন ডিজি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৭:৩৩ পিএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও প্রত্নতত্ত্ব অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে নতুন মহাপরিচালক হয়েছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুস সবুর মন্ডল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিজি মোহাম্মদ আহসানুল জব্বারকে গত ২৭ জুন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়, ৩০ জুন অবসরোত্তর ছুটিতে যান তিনি। এরপর থেকে অতিরিক্ত হিসেবে ডিজির দায়িত্ব চালিয়ে আসছিলেন অতিরিক্ত মহাপরিচালক সবুর মন্ডল।

একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আজিজুল ইসলামকে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।

অন্যদিকে প্রত্নতত্ত্ব অধিদফতরের নতুন মহাপরিচালক হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত। অতিরিক্ত হিসেবে প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসছিলেন যুগ্ম-সচিব মো. আতাউর রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন