মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৪ এএম

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক পরিচালক জানান, মৃতদের মধ্যে ২ জন রোগী করোনা পজিটিভ ছিলেন। বাকি ৩ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে রাজশাহীর ৩ জন, নাটোরের ১ জন ও নওগাঁর ১ জন রয়েছেন। মৃত ৫ জনের মধ্যে ১ জন পুরুষ ও ৪ জন নারী।
চলতি মাসে এ নিয়ে মোট ১০৬ জনের মৃত্যু হলো। এর আগে গত আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জনের মৃত্যু হয়েছে রামেকের করোনা ইউনিটে।
পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৪০ বেডের বিপরীতে ১১৪ জন রোগী ভর্তি ছিলেন।

বৃহস্পতিবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে জেলার মোট ৪০০ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার ৫ দশমিক ৫ শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন