বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সন্তানের ‌পিতৃপরিচয় প্রকাশ্যে আনায় নুসরাতকে কটাক্ষ তসলিমার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৮ এএম

সন্তানের পিতৃপরিচয় না জানিয়ে মা হওয়া টালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে শুভেচ্ছায় ভাসিয়েছিলেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। পুরুষতান্ত্রিক সমাজে নুসরাতের এমন সিদ্ধান্তের জন্য সাহসী তকমা দিয়ে বাহবা জানিয়েছিলেন তিনি। কিন্তু দুদিন যেতে না যেতেই যেন ভুল ভাঙল তার। এবার নুসরাত তার সন্তানের পিতৃপরিচয় সামনে আনার পর তসলিমা বললেন উল্টো কথা। নুসরাতকে যতটা সাহসী ভেবেছিলেন আসলে তা নন বলে মন্তব্য করেছেন তিনি।

ফেসবুকে বড়সড় স্ট্যাটাসে নুসরাতের উপর ক্ষোভ উগরে দিয়ে তসলিমা লিখেছেন, ‘কলকাতার অভিনেত্রী নুসরতকে সে যতটা না বিল্পবী তার চেয়ে বেশি ভেবে নিয়েছিলাম। ভেবেছিলাম নুসরাত তার সন্তানকে শুধু নিজের সন্তান হিসেবে পরিচয় দেবে। কার স্পার্ম সে নিয়েছে গর্ভবতী হওয়ার জন্য, সেটা মোটেও উল্লেখযোগ্য ব্যাপার হবে না। কিন্তু না, নুসরাত আসলে অন্য যে কোনও রমণীর মতোই রমণী। সে সন্তানের বার্থ সার্টিফিকেটে উল্লেখ করেছে সন্তানের পিতার নাম। তার সর্বক্ষণের সঙ্গীই সন্তানের পিতা।’

তুরস্কে নিখিল জৈনের সঙ্গে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন নুসরাত। কিন্তু ভারতে নুসরাত-নিখিলের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। যার জেরে নুসরাত দাবি করেছিলেন, তার ও নিখিলের বিয়ে হয়নি। কেবল লিভ-ইন রিলেশনশিপে ছিলেন। তাই আইনি বিচ্ছেদের কোনও প্রশ্নই ওঠে না। নুসরাতের এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত বলেই মনে করেন তসলিমা নাসরিন। তবে তার মতে, ‘সন্তানের পিতৃপরিচয় নিয়ে এত লুকোচুরি খেলার পর এভাবে বিষয়টি প্রকাশ করার কোনও প্রয়োজন ছিল না।’

এরপরই আবার যশ ও নুসরাতের সম্পর্ক নিয়ে কটাক্ষ করে তসলিমা লেখেন, ‘আমি অবাক হব না যদি কোনওদিন প্রকাশ হয় যে গোপনে সে যশকে বিয়েও করেছে। তাহলে যে কোনও ট্র্যাডিশনাল মেয়ের চেয়ে নুসরাতের তফাৎটা কোথায়? প্রচুর লেখালেখি, প্রচুর স্বাগত জানানো, শুভেচ্ছা জানানো, স্যালুট জানানো — এসব বরং এক্সট্রাঅরডিনারি সাহসী এবং পুরুষতন্ত্রের ছকভাঙ্গা মেয়েদের জন্য তোলা থাকুক। ট্র্যাডিশনাল মেয়েদের পেছনে সময় নষ্ট করা, তাদের বাহবা দেওয়া আপাতত স্থগিত থাকুক।’

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। এতদিন সন্তানের পিতৃপরিচয় প্রকাশ্যে আনেননি নায়িকা। মনে করা হচ্ছিল, মায়ের পরিচয়েই সন্তানকে মানুষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যদিও সঙ্গী যশ দাশগুপ্ত পুরো বিষয়টাতেই ছায়ার মতো সঙ্গে ছিলেন নুসরাতের। নুসরাত মা হওয়ার পর তসলিমা বলেছিলেন, ‘নুসরাত কার সন্তানের মা হবেন সেটা তার ইচ্ছে। স্পার্ম কার সেটা বড় কথা নয়, তার বাচ্চা নিতে ইচ্ছে করছে, সে নিচ্ছে। গর্ভে যে ধারণ করে, বাচ্চা মূলত তার।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
সোহাগ তানভীর ১৭ সেপ্টেম্বর, ২০২১, ২:৫০ পিএম says : 0
নির্দিষ্ট ভাবে পিতৃপরিচয় নাই জানোয়ারের বাচ্চার। তসলিমা কি চাইছেন নুসরাতের বাচ্চা জানোয়ারের বাচ্চার মত পিতৃপরিচয়হীন ভাবে বড় হোক!
Total Reply(0)
Sariful Islam ১৭ সেপ্টেম্বর, ২০২১, ২:৫০ পিএম says : 0
একজন লেজ কাটা শিয়ালই চায় পৃথিবীর সব শিয়ালের যেন লেজ কাটা থাকে
Total Reply(0)
তাহিয়া শারমিন স্বর্ণা ১৭ সেপ্টেম্বর, ২০২১, ২:৫০ পিএম says : 0
অন্যের ব্যাপার নিয়ে নাক গলানোর স্বভাবটা আর যাবেনা এই খবিশ মহিলার
Total Reply(0)
Mosaddeq Hossain ১৭ সেপ্টেম্বর, ২০২১, ২:৫১ পিএম says : 0
দুইটা ডাস্টবিনের মহিলার সংবাদ প্রচারে এতো-----
Total Reply(0)
Sardar Monjur E Alahi ১৭ সেপ্টেম্বর, ২০২১, ২:৫১ পিএম says : 0
বিতর্কত তসলিমা নাসরিনকে মিডিয়ার এত গুরুত্ব দেয়ার কি আছে???
Total Reply(0)
আনোয়ার হোছাইন ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৩:৫৬ পিএম says : 0
একটা নষ্টা, ভ্রষ্ঠা, অন্ধকারের কীট কোথায় কী বললো, তা এতো ফলাও করে ছাপার কী আছে? মানবজমিন পতিতাদের চারণভূমি হবেনা বলেই আমরা আশা করি।
Total Reply(0)
Mohammed Abdur Rahim ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৯:২৩ পিএম says : 0
তসলিমার জীবন ষোল আনাই মিচে।তসলিমা একবার লিখেছিল, ষত পুরুষাংগ দেখেছে সব গুলোর মধ্যেই গন্ধ পেযেছে।তসলিমা নাসরিন খবিস মহিলাদের একজন
Total Reply(0)
Mostak Ahmed ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:০২ পিএম says : 0
আমি মনে করি এদের বিষয়ে আলোচনা না করাই ভালো।এদের থেকে বা এই নিউজ থেকে আমাদের কি শেখার আছে।শুধু আছে সমাজিক অবখ্যয়। একমাত্র জীব জানোয়ারই পারে এমন কাজ করতে।মানুষ হিসাবে কেই এই নোংরা কাজ করতে পারে না।যদি তাই হতো মানুষ আর জীব জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকতো না।
Total Reply(0)
Eng Aziz Hassan ২০ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৬ পিএম says : 0
আমি মনে করি এদের বিষয়ে আলোচনা না করাই ভালো।এদের থেকে বা এই নিউজ থেকে আমাদের কি শেখার আছে।শুধু আছে সমাজিক অবখ্যয়।
Total Reply(0)
Md Shamsul Islam ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৮ পিএম says : 0
কত জনের নাম বলবেরে ভাই।
Total Reply(0)
Noman ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৪ এএম says : 0
Plz Unnecessary post kore Inkilab er moto jonoprio newspaper obomanona korben na.....Dear Repoter ...
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন