শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মুক্তির অনুমতি পেল ‘এ দেশ তোমার আমার’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১:১২ পিএম

সেন্সর ছাড়পত্র পেলো চিত্রনায়ক জায়েদ খান ও রোমানা অভিনীত সিনেমা ‘এ দেশ তোমার আমার’। সিনেমাটি পরিচালনা করেছেন খ্যাতিমান পরিচালক এফ আই মানিক। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটির অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘অনেক আগেই সিনেমাটির কাজ শেষ হয়েছিল। এরপর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সিনেমাটির কিছু দৃশ্যে সেন্সর বোর্ড কারেকশন করতে বলে। সেটা করার পর অবশেষে সিনেমাটি আজ ছাড়পত্র পেয়েছে। প্রায় ১০ বছর আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। এত বছর পর অবশেষে সিনেমাটি মুক্তি পাবে ভেবেই ভালো লাগছে।’

এফ আই মানিক বলেন, ‘সম্পাদনার কাজ শেষ না হওয়া এবং বেশকিছু জটিলতার কারণে ছবিটি এতদিন আটকে ছিল। তবে এখন আমরা ছাড়পত্র পেয়েছি। তাই ভালো দিনক্ষণ দেখে সিনেমাটি মুক্তি দেবো শিগগিরই।’

জানা যায়, সিনেমাটি শুরুতে ৩৫ মিলিমিটারে শুটিং করা হয়। পরে ডিজিটালে ট্রান্সফার করা হয়ে। মাঝে নানান জটিলতার কারণ এতোদিন সেন্সর ছাত্রপত্র পায়নি। সিনেমাটিতে জায়েদ খান ও রোমান ছাড়াও আরও অভিনয় কিংবদন্তি অভিনেতা সোহেল রানা, ডিপজল, প্রয়াত অভিনেত্রী পারভিন সুলতানা দিতি ও মিজু আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, পাঁচ বছর হলো মারা গেছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম গুণী অভিনেত্রী পারভিন সুলতানা দিতি। ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২০১৬ সালের ২০ মার্চ মাসে তিনি মারা যান। ‘এ দেশ তোমার আমার’ দিতি অভিনীত সর্বশেষ সিনেমা।

দিতির সর্বশেষ সিনেমা মুক্তির বিষয়ে জায়েদ খান বলেন, ‘আমাদের দেশের কিংবদন্তি অভিনেত্রী দিতির সর্বশেষ সিনেমা এটি। এতে কাজ করতে গিয়ে তার সঙ্গে আমাদের প্রত্যেকেরই অনেক স্মৃতির জন্ম হয়েছিল। সেই সময়টার কথা খুব মনে পড়ছে। তিনি মারা যাওয়ার পরও আমরা সিনেমাটির শুটিং করেছি। আশা করি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন