মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ছেলের গোল দেখেই বাবার মৃত্যু!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৪:২৭ পিএম

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। জার্মান ক্লাব লাইপজিগের বিপক্ষে ৯ গোলের থ্রিলারে সিটিজেনদের জয় ৬-৩ গোলে, যেখানে ১টি গোল করেছিলেন ডাচ ডিফেন্ডার নাথান আকে।

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে এটিই আকের প্রথম গোল। এমন দিনেই তাঁকে শুনতে হয়েছে বাবার মৃত্যুসংবাদ! আকের প্রথম গোলের পরপরই মারা গেছেন তাঁর বাবা মইস আকে। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর পরশু মৃত্যুর কাছে হার মানেন মইস।
খেলার মধ্যে থাকায় খবরটি ওই মুহূর্তে জানানো হয়নি আকেকে। ম্যাচ শেষে বাবার মৃত্যুর খবর শোনার পর ভেঙে পড়েন তিনি।
চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারের প্রথম গোলটি বাবাকেই উৎসর্গ করেছেন আকে। বাবার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, কঠিন সময় পার করে (বুধবার রাতে) চ্যাম্পিয়নস লিগে আমার প্রথম গোল করেছি। এর কয়েক মিনিট পরই বাবা মারা যান। এ সময় আমার মা ও ভাই বাবার পাশেই ছিলেন।’

ক্যানসারের কারণে লম্বা সময় অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন আকের বাবা মইস। পেশাদারিত্ব থেকে এ সময় মাঠে ছিলেন আকে। তিনি আরও লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ জীবনের সবচেয়ে কঠিন সময় কেটেছে। বাবা খুব অসুস্থ ছিলেন। আর কোনো চিকিৎসা সম্ভব ছিল না। এই কঠিন সময়ে আমার পরিবার ও বন্ধুদের পাশে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার অনেক কষ্টে কেটেছে। আমার বাবা অনেক অসুস্থ ছিলেন, কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছিল না। এই পরিস্থিতিতে পরিবার, আমার বাগ্দত্তা, বন্ধুদের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি।’

নিজের গোল করার পরই বাবার মারা যাওয়ার বিষয়টাকে ভাগ্যের খেলা বলেই মনে হচ্ছে আকের কাছে। তিনি লিখেছেন, ‘কাল আমি আমার চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারের প্রথম গোল করেছি। গোলের কিছুক্ষণ পরেই আমার ভাইকে পাশে রেখে আমার বাবা মারা যান। হয়তো এটাই লেখা ছিল ভাগ্যে। আমাকে খেলতে দেখে তিনি অনেক গর্ব অনুভব করতেন। বাবা আমি জানি আপনি সব সময় আমার সঙ্গে রয়েছেন, আপনি আমার হৃদয়ে থাকবেন আজীবন। এই গোলটা আপনার জন্য।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন