শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ নারী যাত্রী নিহত

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৪:৪৭ পিএম

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রংপুর-বগুড়া মহাসড়কের ঝোপগাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আব্দুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও আজাহার প্রামাণিকের স্ত্রী হামিদুন বেগম (৬০)। এতে অটোরিকশার চালক সহ বাকি ৪জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন।

উপশহর ফাঁড়ি পুলিশ জানায়, ব্যাটারীচালিত অটোরিকশায় করে নিহতেরা শহরের চারমাথার দিকে যাচ্ছিলেন। ওই সময় রংপুর গামী বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিতে ধাক্কা দিলে চালক সহ ৬জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরে ঘাতক বাসটি সেখান থেকে দ্রুত রংপুর দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আনোয়ারা ও হামিদুন কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।
তবে ঘাতক বাসটিকে আমরা শনাক্ত করা যায়নি, তবে শনাক্তকরনের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন