মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিপিএলে কিংসদের ২১তম জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৮:৫৯ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ২১তম জয় তুলে নিলো। শুক্রবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে কিংসরা ১-০ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে।

চার ম্যাচ হাতে রেখে আগেই বিপিএলের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। এখন তারা খেলছে লিগে তাদের নিয়মরক্ষার ম্যাচ। তবে আনুষ্ঠানিকতা হলেও জয়টাই মুখ্য বিষয় তাদের কাছে। এএফসি কাপে ভালো করতে না পারলেও ঘরোয়া সর্বোচ্চ আসরে জয়ের ধারাতেই রয়েছে চ্যাম্পিয়নরা। আর তাই তো জয় পেতে শুক্রবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বসুন্ধরা। পাল্টা আক্রমণে নিয়ে ম্যাচ উপভোগ্য করে তোলে শেখ রাসেলও। তবে শেষ পর্যন্ত সফল হয় কিংসরাই। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত বসুন্ধরাকে আটকে রাখে শেখ রাসেল। কিন্তু পরের মিনিটেই গোল হজম করতে হয় তাদের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভা রবিনহো গোল করেন চ্যাম্পিয়নদের পক্ষে (১-০)। দলের জয়ের সঙ্গে পাল্লা দিয়ে লিগে এটি রবিনহোর ২১তম গোল। সর্বাধিক গোলদাতার তালিকায় সবাইকে ছাড়িয়ে এগিয়ে রয়েছেন এই ব্রাজিলিয়ান। শেখ রাসেল গোল শোধ দিতে না পারায় শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এই জয়ে ২৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষেই থাকল দলটি। অন্যদিকে ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে থেকে এবারের লিগ শেষ করলো শেখ রাসেল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন