শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সউদীকে আবারও সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৫ এএম

সউদী আরবকে ৫০ কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এখন পর্যালোচনার জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পেন্টাগন জানিয়েছে, সউদী আরবের হেলিকপ্টারগুলো রক্ষণাবেক্ষণের জন্য মূলত এই চুক্তির আওতায় সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে। এরমধ্যে সিএই-৪৭ডি চিনুক হেলিকপ্টারের সরঞ্জামাদিও রয়েছে।

এর আগে, ইয়েমেন যুদ্ধে সউদীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় রিয়াদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় ওয়াশিংটন। এরমধ্যেই আবারও সউদীকে সামরিক সরঞ্জাম সহায়তা দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন।
শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের জার্মানিসহ কয়েকটি দেশ সউদীর কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়। ইয়েমেন যুদ্ধে সাধারণ মানুষের ওপর নির্বিচারে বোমা হামলার ঘটনায় এমন পদক্ষেপ নেওয়া হয়। সূত্র : সিএনএন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন