শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফরিদপুরে করোনায় প্রান গেল ৪ জনের আক্রন্ত ২২

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৫:১৩ পিএম

ফরিদপুরে গত ৭২ ঘন্টায় করোনায় প্রান গেল মোট ৪ জনের। এবং নতুন করে করোনায় আক্রন্ত হয়েছে আরো ২২ জন। করোনার নমুনা পরীক্ষা করা

হয়েছে ১৬৬ জনের।

প্রকাশ গত ১৬ আগস্ট করোনায় মারাযায় একজন এবং ১৭ ও ১৮ আগস্ট মারাযায় আরো ,৩ জন সহ মোট ৪ জন।

এতে জেলায়, করোনায় আক্রান্তের হার দাড়িয়েছে ১৩.২৫ এবং জেলায় মোট করোনায় আক্রন্তের সংখ্য দাড়ালো ২১ হাজার ৩৪৩ জন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান ইনকিলাবকে এ তথ্যে নিশ্চিত করেন।

এ সময় তিনি জানান, করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে ফরিদপুর সদর, মাদারীপুর সদর ও রাজবাড়ী সদর উপজেলার ১ জন করে ৩ জন বাসিন্দা।

ফরিদপুর বঃবঃ মেডিকেল কেলজ হাসপাতাল ও সদর হাসপাতালের করোনা পরীক্ষাগার তথা পিসিআর ল্যাবের সূত্রে জানাযায়,গত ২৪ ঘন্টায় জেলায় করোনা শনাক্তের ২২ জনের মধ্যে মধুখালীতে ১, ভাঙ্গায় ৫ জন, চরভদ্রাসনে ১জন সদরপুরে ২ জন, এবং ফরিদপুর সদরে ১২ জনের কথা জানাগেছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান ইনকিলাবকে জানান, করোনা হাসপাতালে গত ১৮ সেপ্টেম্বর, পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৬২ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৩৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৯ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫১৮ জন।

উল্লেখ্য, গত ১৫ ও ১৬ আগস্ট ফরিদপুর জেলায় করোনায় আক্রন্ত হয়ে কোন মৃত্যুর তথ্য দিয়ে কেউ নিশ্চিহ্ন করেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন