মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আনকাট ছাড়পত্র পেল ডিপজলের এ দেশ তোমার আমার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

ডিপজলের দেশপ্রেমভিত্তিক সিনেমা ‘এ দেশ তোমার আমার’ সিনেমাটি সেন্সরবোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। এফ আই মানিক পরিচালিত সিনেমাটির নির্মাণ অনেক আগে শুরু হলেও কিছু জটিলতার কারণে নির্মাণ কাজ শেষ হতে বিলম্ব হয়। অবশেষে সবকাজ শেষ করে সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দেয়া হয়। গত বৃহস্পতিবার সিনেমাটি সেন্সরবোর্ডের সদস্যরা দেখেন। এর গল্প এবং বিষয়বস্তু ও নির্মাণশৈলী দেখে তারা ভূয়সী প্রশংসা করেন। সেন্সরবোর্ডের এক সদস্য বলেন, সিনেমাটির বিষয়বস্তু সময়োপযোগী। এতে আমাদের সমাজের নানা অনিয়ম, অসামঞ্জস্যর বিষয়টি তুলে ধরা হয়েছে। এর প্রতিকারের ব্যবস্থা নিয়েও ম্যাসেজ দেয়া হয়েছে। বিনোদনের পাশাপাশি আমাদের মূল্যবোধ সমন্নুত রাখার বক্তব্য সিনেমাটিতে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। সিনেমাটি আনকাট ছাড়পত্র পাওয়ায় ডিপজল অত্যন্ত খুশি। তিনি বলেন, সমাজ, পরিবার সর্বোপরি দেশের কল্যাণের দায়বোধ থেকে সিনেমাটি নির্মিত হয়েছে। আমরা চেষ্টা করেছি, দর্শকদের বিনোদন দেয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়ম সম্পর্কে সচেতনতামূলক একটি ম্যাসেজ দিতে। সেন্সরবোর্ড সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। এতে আমাদের চেষ্টার বিষয়টি সফল হয়েছে। আশা করি, দর্শক একটি ভাল সিনেমা দেখতে পাবেন। তিনি বলেন, আমি বরাবরই দর্শকের মনের মতো করে সিনেমা নির্মাণ করতে। সিনেমায় একটি ভাল গল্প তুলে ধরতে চেষ্টা করি। আমার প্রত্যেকটি সিনেমায়ই মানুষের আবেগ-অনুভূতিকে ধারণ করে গল্প বলা হয়। ‘এ দেশ তোমার আমার’ একটি ভিন্ন ধারার সিনেমা। এর গল্পটির শক্ত ভিত্তি রয়েছে। সিনেমাটিতে একঝাঁক তারকা অভিনয় করেছেন। সোহেল রানা, জায়েদ খান, দিতি, রোমানা, আন্নাসহ আরও অনেকে আছেন। এটি একটি তারকাসমৃদ্ধ সিনেমা। উপযুক্ত সময়ে সিনেমাটি মুক্তি দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন