বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১০ হাজার শরণার্থী মার্কিন সীমান্তে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

হাইতি ও অন্যান্য দেশ থেকে দলে দলে শরণার্থী ভিড় জমাচ্ছেন যুক্তরাষ্ট্র-মেক্সিকো বর্ডার ব্রিজ সীমান্তে। ইতিমধ্যে অন্তত ১০ হাজার মানুষ এখানে এসেছেন। ধারণা করা হচ্ছে, আরও কয়েক হাজার আসবেন। তবে এদের কাউকেই ঢুকতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। সবাইকেই প্লেনে করে আবার ফেরত পাঠানো হবে বলে জানা গেছে। শনিবার এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে প্রকাশ, ফ্লাইটগুলো রবিবার থেকে শুরু হবে। দিনে আটটি পর্যন্ত ফ্লাইট পরিচালনা করা হতে পারে। এসব জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। অভিবাসীরা বেশিরভাগই হাইতিয়ান। তবে কিছু কিউবান, পেরুভিয়ান, ভেনিজুয়েলান এবং নিকারাগুয়ানও উপস্থিত আছেন। যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং বর্ডার প্রটেকশন সংস্থা জানিয়েছে, অভিবাসীদের আগমনের কারণে জরুরি নিরাপত্তা ও সুরক্ষার প্রয়োজন পড়ায় শুক্রবার ডেল রিওতে সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ ছিল। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন