শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গণপরিবহনে নৈরাজ্য হয়রানি বেড়েছে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

চট্টগ্রামের গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বেড়েছে বলে অভিযোগ করেছেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে যাত্রী অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সভায় এই অভিযোগ করেন সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। এ সময় ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানানো হয়। দিবসটি উপলক্ষে সমিতি চট্টগ্রাম মহানগর কমিটি ‘যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বন্ধের পদক্ষেপ চাই’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি সৈয়দ মোকতার উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি বলেন, ন্যায্য ভাড়ায় সঠিক সময়ে দুর্ঘটনামুক্তভাবে যাতায়াতের অন্যতম অধিকার। যানবাহনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা, শ্রেণি বৈষম্য এবং রাস্তাঘাটে নির্বিঘ্ন চলাচলে আইনে বাধ্যবাধকতা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতায় যাত্রী অধিকার ভুলণ্ঠিত হচ্ছে। সিমিতি মহানগর সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জাফর আহমেদ, মুক্তিযোদ্ধা ও পরিবেশবিদ ড. ইদ্রিস আলী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন