মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তাদের চোখে...

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

‘পাগলাটে একটি দিন! আমাদের সমর্থক এবং খেলোয়াড়দের জন্য দুঃখ হচ্ছে। নিরাপত্তার হুমকির কথা বলে একতরফাভাবে সফর রেখে চলে যাওয়া খুবই হতাশাজনক। বিশেষ করে যখন তা আগে জানানোও হয় না। নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে? আইসিসিতে তাদের সঙ্গে দেখা হবে!’

রমিজ রাজা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার

‘সব ধরনের আশ্বাস সত্ত্বেও একটি অনির্ভরযোগ্য হুমকিতে আপনারা সফর বাতিল করেছেন!! এই সিদ্ধান্তের প্রভাব নিউজিল্যান্ড ক্রিকেট আপনারা কী বুঝতে পারছেন?
শহীদ আফ্রিদি, পাকিস্তানের সাবেক অধিনায়ক

‘হঠাৎ করে সিরিজ স্থগিত হওয়ায় আমরা অত্যন্ত হতাশ। যা পাকিস্তানের কোটি কোটি ক্রিকেট ভক্তদের মুখে এই সিরিজ হাসি ফিরিয়ে আনতে পারত। আমাদের নিরাপত্তা সংস্থার ক্ষমতা এবং বিশ্বাসযোগ্যতার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তারা আমাদের গর্ব এবং সব সময়ই থাকবে! পাকিস্তান জিন্দাবাদ!’
বাবর আজম, পাকিস্তান অধিনায়ক

‘নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান সিরিজ স্থগিত করাটা হতাশাজনক। আমি বিগত ছয় বছর ধরে পাকিস্তান ক্রিকেট খেলছি এবং সেখানে ভ্রমণের আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমি সব সময় সেখানে নিরাপদ অনুভব করেছি। এটি পাকিস্তানের জন্য বড় ধরনের আঘাত।’
ড্যারেন সামি, সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক

‘পাকিস্তানি খেলোয়াড় ও ভক্তদের জন্য দুঃসংবাদ।’
গ্রান্ট ইলিয়ট, সাবেক নিউজিল্যান্ড পেসার

‘পাকিস্তানি বন্ধুদের জন্য ও ক্রিকেটপ্রেমীদের জন্য ভালো খবর নয়। আমি অনেক দেশ ভ্রমন করেছি। পাকিস্তান ক্রিকেটের জন্য পৃথিবীর অন্যতম নিরাপদ একটি শহর।’
শেরফানে রাদারফোর্ড, ক্যারিবিয়ান অলরাউন্ডার

‘নিউজিল্যান্ড সফর বাতিলের সংবাদের খুব কষ্ট পেয়েছি। পাকিস্তান একটি চমৎকার ক্রিকেটপ্রিয় দেশ। আমার কাটানো তিনটি বছর আনন্দদায়ক।’
মিকি আর্থার, পাকিস্তানের কোচ

‘দুই বছর আগে করা পাকিস্তান সফরের প্রতিটি মুহুর্ত স্মরণীয়। মনে হয়েছে প্রতিটি মুহুর্ত নিরাপদ। কোন সন্দেহই নেই। প্রকৃতপক্ষেই এই মহান দেশটিতে ক্রিকেটের প্রত্যাবর্তন চাই।’
অ্যাঞ্জেলো পেরেরা, শ্রীলঙ্কান ক্রিকেটার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন