শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হাইতির ১০ হাজার অভিবাসী ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ এএম

: যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণাঞ্চলের ডেল রিও সীমান্তে অবস্থান করা হাইতি অভিবাসীদের চরম মানবিক সংকট দেখা দিয়েছে। ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খোলা আকার নিচে কমপক্ষে ১০ মানুষ যুক্তরাষ্ট্র প্রবেশের অপেক্ষায় আছেন। কিন্তু তাদের যত দ্রæত সম্ভব হাইতিতে ফেরত পাঠানো হবে জানিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, মানবিক দিক বিবেচনায় কিছু অভিবাসীকে সাময়িক সময়ের জন্য সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কারণ স্থানীয় কর্মকর্তারা তাদের জন্য খাবার ও স্যানিটেশন ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন। বহু দূর থেকে আগত এসব অভিবাসীদের নিয়ে সমস্যায় যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের নীতি নির্ধারকরা বলছেন, এদের মধ্যে দুই হাজার লোককে ইমিগ্রেশন সেন্টারে পাঠানো হয়েছে। তারা যেখান থেকে এসেছেন সেখানেই পাঠানোর বিষয়ে কঠোর অবস্থানে প্রশাসন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার থেকে তাদের প্রত্যাবাসনের কাজ শুরু হবে। শনিবার হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি অভিবাসীদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছেন। তিনি বলেন, যারা ফিরে আসছে তাদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত। অভিবাসীবিষয়ক সংগঠনগুলো জানিয়েছে, লাতিন ও উত্তর আমেরিকার অভিবাসীরা উন্নত জীবনের আশায় প্রায় সময়ই যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালান। রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন