শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সাইবার হামলার শিকার নির্বাচন কমিশন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৪ এএম

: রাশিয়া বলেছে, জাতীয় সংসদ এবং স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের বাইরে থেকে অন্তত তিনটি সাইবার হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। শুক্রবার থেকে রাশিয়ায় এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে এবং রোববার পর্যন্ত চলেছে। নির্বাচনে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি বিজয়ী হবে বলে আশা করা হচ্ছে। রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, প্রত্যন্ত অঞ্চল থেকে অনলাইনে যে সমস্ত ভোট দেয়া হচ্ছে তাকে লক্ষ্য করে দেশের বাইরে থেকে সাইবার হামলা চালানো হয়েছে এবং অন্তত তিনটি হামলার ঘটনা নির্বাচন কমিশন রেকর্ড করেছে। নির্বাচন কমিশন আরো জানিয়েছে, সাইবার হামলার কারণে কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে বিলম্ব হয়েছে। রুশ নির্বাচন কমিশনের তথ্য কেন্দ্রের প্রধান কর্মকর্তা আলেকজান্ডার শোকলচুক জানান, দুটি হামলা হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। এসমস্ত হামলা খুবই শক্তিশালী ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, আরো হামলা হতে পারে। তবে কারা এই সমস্ত হামলা চালিয়েছে সেসব দেশের নাম তিনি উল্লেখ করেন। আরটি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন