বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আনোয়ারায় ৮ ডাকাত আটক

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৪ এএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের শোলকাটা এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে পতেঙ্গা র‌্যাব-৭ এর একটি দল ডাকাতির প্রস্ততিকালে ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দিয়ে গত শনিবার রাতে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার রাত সাড়ে ৯ টায় তাদের গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল, পটিয়া কুসুমপুরা মো. দুধুমিয়ার পুত্র মো. জুয়েল রানা (২১), বাঁশখালী ছনুয়া এলাকার মো. মুক্তার হোসেনের পুত্র মো. জামাল উদ্দিন (২১), আনোয়ারা লামার বাজার আবদুর সাত্তারের পুত্র মো. রুবেল (১৯), নোয়াখালী বেগমগঞ্জের মো. আবু তাহেরের পুত্র মো. জুয়েল (২১), বাঁশখালী পূর্ব চাঁনবলের মো. ইউনুছের পুত্র মো. আবুল হাশেম (২৫), আনোয়ারা হাইলধরের মৃত শফি উল্লার্হ পুত্র মো. হাসান (২৪), পটিয়ার জিরি ইউনিয়নের মো. হারুন সিকদারের পুত্র গফুর সিকদার শাকিল (২৫) ও নোয়াখালী হাতিয়ার মো. শাহেদের পুত্র মো. আবদুল কাদের ইমন (২৩)। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন জেলা-উপজেলার হলেও তারা চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় বসবাস করত। আনোয়ারা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি টহল দল অভিযান চালিয়ে শুক্রবার রাতে পিএবি সড়কের আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো বলে স্বীকার করেছে।
আনোয়ারা থানার ওসি (তদন্ত) ছৈয়দ ওমর জানান, র‌্যাবের টহলদল পিএবি সড়কের শোলকাটা এলাকা থেকে ডাকাতির প্রস্ততিকালে ৮ ডাকাতকে গ্রেপ্তার করে গত শনিবার রাতে থানায় হস্তাস্তর করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন