বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইসলামী অনুশাসন হলে নারীর প্রতি সহিংসতা কমবে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

‘নারী সহিংসতা ও পারিবারিক বিচ্ছেদ প্রতিরোধে ইসলামী অনুশাসন ও আলেম সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হলে নারীর প্রতি সহিংসতা কমবে। ইসলাম নারীর অধিকার নিশ্চিত করেছে। গতকাল রোববার নগরীর মুরাদপুরস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আনজুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সভাপতি ও আহলে সুন্নাতের মহাসচিব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী।

রজভীয়া নূরীয়া কমিটির চেয়ারম্যান মুহাম্মদ নুরুল হক কোম্পানির সভাপতিত্বে সভার উদ্বোধন করেন প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চবির অধ্যাপক কাউছার হামিদ। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ড. মাসুম চৌধুরী। পরে অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি এ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন