শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইউপি নির্বাচন : মোংলায় দু পক্ষের বিরোধে প্রাণ হারালেন বৃদ্ধা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫২ পিএম

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের মোংলার চাঁদপাই ইউনিয়নে দুই পক্ষের বিরোধে ফাতেমা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার রাত ৯ টায় চাঁদপাই মোড়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে। তবে বৃদ্ধা কিভাবে মারা গেছেন, সে বিষয়ে ডাক্তার বলবেন।

প্রতক্ষদর্শীরা জানান, রাত ৯ টায় চাঁদপাই মোড়ে বর্তমান ইউপি সদস্য ও প্রার্থী মতিয়ার রহমান মোড়ল এবং অপর প্রতিপক্ষ প্রার্থী শফিকুল ইসলাম কথা কাটাকাটির এক পর্যায়ে বিরোধে জড়িয়ে পড়েন তারা। এসময় বিরোধ ঠেকাতে এসে ফাতেমা বেগম নামে ওই বৃদ্ধা আহত হন। আরো আহত হন প্রার্থী মতিয়ার মোড়ল (৬০), বোরহান শেখ (৩৫) ও ইস্রাফিল (২৬)। তাদের হাসপাতালে আনার সময় গুরুতর আহত ফাতেমা বেগম নামে ওই বৃদ্ধা পথিমধ্যেই মারা যান বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে খবর পেয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা–রামপাল সার্কেল) মোঃ আসিফ ইকবাল ও মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোহাম্মদ দলিলুর রহমান ২০ সেপ্টেম্বর, ২০২১, ৪:৫৭ এএম says : 0
এই গরিব খুনের দায় কে,আশা করি হাইকোর্ট এই বেপারে দৃষ্টি আকর্ষণ করবেন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন