বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

খিজির হায়াতের মুক্তিযুদ্ধের সিনেমায় ইন্তেখাব-মম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ৪:০২ পিএম

‘ওরা ৭ জন’ শিরোনামে মুক্তিযুদ্ধভিত্তিক একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা খিজির হায়াত খান। মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের সাত জন যোদ্ধার একটা মিশন নিয়ে এগিয়ে যাবে সিনেমাটির গল্প। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রযোজনায় সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই। যোগাযোগ মাধ্যমে এ সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি কিছুদিন আগেই।

মুক্তিযুদ্ধে রণাঙ্গনের বীরত্বগাথার গল্পে নির্মিত হবে খিজির হায়াতের ‘ওরা ৭ জন’। নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস সেলুলয়েডে দেখানোর ইচ্ছা থেকেই এ সিনেমা নির্মাণ করছেন খিজির হায়াত খান। ছবির নাম ঘোষণা করলেও কারা অভিনয় করছেন, তা জানা যায়নি এতদিন। সম্প্রতি ওরা সাতজন সিনেমার শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এছাড়া জানা গেছে চলতি মাসের ২৭ তারিখ সিলেটে সিনেমাটির শুটিং শুরু হবে; চলবে টানা ৪০ দিন।

এ সিনেমায় একজন ডাক্তারের চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনারকে। জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মমর চরিত্রের নাম অপর্ণা সেন। ঊনপঞ্চাশ বাতাসখ্যাত ইমতিয়াজ বর্ষণ আছেন সোলাইমান কাজীর চরিত্রে। এছাড়া সাব ইনস্পেক্টর শাফির চরিত্রে সাইফ খান, পাকিস্তানি মেজর শাহরিয়ারের চরিত্রে হামিদুর রহমান, নাফিস আহমেদ আছেন সুমিতের ভূমিকায়, জয় রাজকে দেখা যাবে চেয়ারম্যান আউয়ালের চরিত্রে। শাহরিয়ার ফেরদৌস সজীব আছেন সার্জেন্ট মুক্তাদিরের ভূমিকায়, শিবা শানু আছেন ক্যাম্প কমান্ডার মেজর মোশাররফের চরিত্রে এবং তাসনিয়াকে দেখা যাবে স্নিগ্ধার চরিত্রে। এছাড়া পরিচালনার পাশাপাশি মেজর লুত্ফর নামে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নির্মাতা খিজির হায়াত খানকে।

নির্মাতা খিজির হায়াত খানের প্রথম চলচ্চিত্র অস্তিত্বে আমার দেশ। এরপর নির্মাণ করেন আলোচিত সিনেমা জাগো। প্রযোজক হিসেবে মিস্টার বাংলাদেশ সিনেমাটির মাধ্যমে তিনি দর্শকের কাছে পরিচিতি পান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন