বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজারে প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ৫:০৭ পিএম | আপডেট : ৫:০৯ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২১

উখিয়ায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ৩৪ বিজিবি ৩৪ ব্যাটালিয়ান সদস্যরা।

১৯ সেপ্টেম্বর (রবিবার) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগারবিল এলাকায় এক অভিযানে ওই মাদক কারবারিকে আটক করা হয়।

কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক আযাদ আহমদ কক্সবাজার
জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি’র সদস্যগণ জানতে পারে ইয়াবা চোরাকারবারী মিয়ানমার হতে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে নিয়ে এসে ক্রয়-বিক্রয় করার প্রস্তুতি নিচ্ছিল।

অধিনায়ক আলী হায়দার আজাদ আহমদ জানান,

উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল উপজেলার দরগাহ বিলের এলাকার ঠান্ডামিয়ার বাগান এলাকায় অভিযান চালায়। ইয়াবা চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবির সদস্যরা কৌশলে নাইক্ষ্যংছড়ির আজুখাইয়া গ্রামের সৈয়দ আলমের পুত্র মোঃ সাদ্দাম হোসেনকে আটক করে।

এসময় একই এলাকার আব্দুর রহিমের পুত্র মোঃ সাইফুল ইসলাম ও বদিউর রহমানের পুত্র মোঃ রফিক মিয়া পালিয়ে যায়।

আটক সাদ্দাম হোসেনের হাতে থাকা বস্তা তল্লাশী করে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি আশি লক্ষ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন