বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামপুরা থানার নাশকতা মামলায় আমান-বুলুসহ ৪১ জনের বিচার শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ৫:২৪ পিএম

রাজধানী ঢাকার রামপুরা থানায় দায়েরকৃত নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলুসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেওয়া হলো। আজ সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বিশেষ ট্রাইবুনাল-৬ এর বিচারক এ আদেশ দেন।

বিএনপি নেতাদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হক প্রমুখ। ২০১৫ সালে রাজধানীর রামপুরা থানা এলাকায় মালিবাগ ডিআইটি রোডে ন্যাশনাল ব্যাংকের সামনে আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। এ অভিযোগে পুলিশ বাদী হয়ে রামপুরা থানায় মামলাটি দায়ের করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন