বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পঞ্চগড়ের ফাহাদ খুন হলেন যুক্তরাজ্যে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪৭ পিএম

স্কটল্যান্ডে এক সিলেটি শেফ খুনের পর পর এবার ব্রিষ্টলে খুন হয়েছেন পঞ্চগড়ের বাসিন্দা ফাহাদ। ২৭ বছর বয়সী ফাহাদ ব্যারিস্টারি পড়তে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাজ্যে। গত শনিবার ব্রিষ্টলের একটি বাড়িতে দুইটি মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এর একজন, ফাহাদ হোসেন প্রামাণিক বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। অন্যজন ৫৬ বছর বয়সী ড্যানজিল ম্যাকেনজি। এভন ও সমারসেট পুলিশ জানিয়েছে এই ডাবল মার্ডারের অভিযোগে ২১ বছর বয়সী ভ্যালেন্টাইন্স ববস ও ৪৫ বছরের জ্যাকব চিয়ারস নামে দুইজনকে করা হয়েছে আটক। যদিও এই হত্যাকাণ্ডের কারণ এখনো অজানা। উইউনিভার্সিটি ওব ওয়েস্ট ইংল্যান্ডের ছাত্র ছিলেন ফাহাদ হোসেন প্রামাণিক। বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রদের সোসাইটি জানিয়েছে, ফাহাদ এখন আর ব্রিষ্টলে থাকতেন না। তিনি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে বসবাস করতেন। কি কারণে ব্রিষ্টলে গিয়েছিলেন তিনি সেটিও জানা নাই তাদের।সহপাঠিরা হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচারের দাবিতে শুরু করেছেন ক্যাম্পেইন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন