শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন কোমান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

রোনাল্ড কোমানকে বার্সেলোনা থেকে ‘তাড়াতে’ উঠেপড়ে লেগেছে খোদ ভক্তরা। ক’দিন ধরে এমন খবর ছড়াচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম। তাদের দাবি, শিগগিরই বার্সার ডাগআউটে দেখা যেতে নতুন কাউকে।
কোমানের স্থলাভিষিক্তদের তালিকায় আছেন বার্সারই কিংবদন্তি জাভি হার্নান্দেজ। গত মৌসুমে ইন্টার মিলানকে ইতালিয়ান সিরি ‘আ’-এর শিরোপা জেতানো আন্তোনিও কন্তে, বেলজিয়াম জাতীয় দলের স্প্যানিশ কোচ রবার্তো মার্টিনেজরা।
তবে এসব নিয়ে মাথা ঘামাতে চাইছেন না কোমান। বার্সার ডাচ কোচ জানালেন, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন তিনি। কোমান মনে করেন, একজন কোচ হিসেবে তার কাজ হলো দল নিয়ে ভাবা।
স্প্যানিশ লা লিগায় গতকাল রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গ্রানাদার বিপক্ষে লড়ার আগে এক সংবাদ সম্মেলনে ৫৮ বছর বয়সী কোচ বললেন, ‘আমি শুধু ম্যাচ এবং দল নিয়ে ভাবছি। বাকিটা আমার হাতে নেই। ভবিষ্যত নিয়ে মোটেও চিন্তিত নই। এ বিষয়ে ক্লাব সভাপতি সিদ্ধান্ত নেবেন।’
কোমান জানালেন ম্যাচের ধরন বুঝে ফরমেশন সাজিয়ে থাকেন তিনি, ‘ম্যাচ জেতার জন্য বিভিন্ন ফরমেশন আছে। দল অনুযায়ী ভিন্নতা থাকে। এটা খেলোয়াড়দের ওপর নির্ভর করে। পছন্দের ফরমেশন হলো ৪-৩-৩। কিন্তু এটা আপনার কাছে থাকা ফরোয়ার্ড এবং ডিফেন্ডারদের সংখ্যার ওপর নির্ভর করে।’
এ সপ্তাহে তিনটি ম্যাচ খেলবে বার্সা। আপাতত ম্যাচগুলো জেতার দিকেই মনোযোগ তার, ‘আমরা প্রতিটি ম্যাচ জিততে সক্ষম। (বিপদে পড়লে) নিজেই নিজেদের রক্ষা করতে হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন