মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনায় প্রাণহানি ২ জনের, শনাক্ত ৫৫

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১:৪৩ পিএম

করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে সিলেটে। সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যাও। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ২ জন করোনা রোগী মারা গেছেন সিলেট জেলায়। এনিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৪৬ জন। এর মধ্যে ওসমানীতে ১১৫ জন সহ সিলেট মৃতের সংখ্যা ৯৫৫ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও ৪৭ জন রয়েছেন হবিগঞ্জের। এদিকে, একই সময়ে ৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। এর মধ্যে সিলেট শনাক্ত হন ৪০ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ৭ জন ও ৪ জন রয়েছেন হবিগঞ্জের। ৮৭৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদেরকে। শনাক্তের হার ৬ দশমিক ২৮ ভাগ। এর আগের ২৪ ঘন্টার পরিসংখ্যানে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩০ ভাগ। রোগী ছিল ৩৬ জন। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৩৩৮ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৭৭ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৪৪৮ জন, সুনামগঞ্জের ৬২২৪ জন, মৌলভীবাজারের ৮০৫৬ জন ও ৬৬১০ জন রয়েছেন শনাক্তের তালিকায় হবিগঞ্জে। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বিভাগে সুস্থ হয়েছেন ৩৭ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৬৮২ জন। বর্তমানে ১০৭ জন করোনা রোগী ভর্তি আছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন