শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বিবিএফ’র আয়োজনে ডিজিটাল মার্কেটিং সামিট

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) দেশে তৃতীয়বারের মত “ডিজিটাল মার্কেটিং সামিট” নামক বিপণন বিষয়ক দিনব্যাপী এক সম্মেলন আয়োজন করে। হুয়াওয়ে, এসএসডি টেক এবং দ্য ডেইলি স্টার-এর সহযোগিতায় ৪ অক্টোবর ঢাকার লা মেরিডিয়েন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পাঁচটি কী-নোট সেশন বা মূল প্রবন্ধ উপস্থাপন, দুটি কেইস স্টাডি উপস্থাপন, একটি প্যানেল আলোচনা, এবং চারটি নির্দিষ্ট ইস্যুভিত্তিক মতবিনিময় অধিবেশনের আয়োজন করা হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো ডিমিস্টিফাইং ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং-এর রহস্য উন্মোচন। এ সম্মেলনে ডিজিটাল মার্কেটিং জগতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পেশাজীবী, নীতিনির্ধারক ও শীর্ষস্থানীয় চিন্তাবিদরা একই ছাদের নিচে সমবেত হয়ে পারস্পরিক মত ও অভিজ্ঞতা বিনিময় করেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেসবুক ক্রিয়েটিভ শপ-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক ফারগাস ও’হেয়ার, আলিবাবা গ্রæপের প্রোডাক্ট অপারেশনস ম্যানেজার মোঃ মেহেদি রেজা, গ্রে গ্রæপের দক্ষিণ পূর্ব এশিয়ার ডিজিটাল লিড রিজিওনাল ডিরেক্টর সুরেশ রামাস্বামী, আইএমআরবি’র মিডিয়া ও রিটেইল বিজনেস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেমান্ত মেহতা এবং স্পাইডার ডিজিটাল ইনোভেশনস-এর সিআইও কাজী মনিরুল কবির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন