শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ব্রাহ্মণবাড়িয়ায় অর্থ ফেরত ও মামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া অর্থ ফেরত এবং হয়রাণিমূলক মামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার কালিসীমা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কালিসীমা গ্রামের মো. বশির, নাসির উদ্দিন, শিল্পী বেগম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বড় কালিসীমা গ্রামের জনতা ব্যাংকের কর্মকর্তা শহীদুল হক ও তার পরিবারের লোকজনসহ একটি প্রতারক চক্র বিদেশ পাঠানো ও ব্যবসা করার কথা বলে শালগাঁও, কালিসীমা ও সিন্দুউড়াসহ আশ পাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ থেকে নানা কৌশলে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়। পরে নির্দিষ্ট সময়ের পর টাকা ফেরত চাইলে তারা টাকা দিতে অস্বীকৃতি জানান এবং বাড়াবাড়ি করলে প্রান নাশের হুমকি দেয়। এছাড়াও ভূক্তভোগীরা অভিযোগ করেন, পাওনা টাকা চাওয়ায় ওই চক্রটি তাদের নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রাণি করছে। তারা দ্রুত মামলা প্রত্যাহারসহ পাওনা টাকা ফেরত পাওয়ার দাবি জানান। পরে শহীদুলসহ প্রতারক চক্রের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মানববন্ধনে ভূক্তভোগী পরিবারের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন