আন্তর্জাতিক বন্ড ইস্যুর মাধ্যমে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ- আইসিবি। এতে করে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগকারীদেরও আগ্রহ বাড়বে।
আইসিবি এই বন্ড ইস্যু করার জন্য সুইজারল্যান্ডের স্বনামধন্য বিনিয়োগকারী প্রতিষ্ঠান ক্রেডিট সুইসের সাথে কাজ করতে চায়। সুইজারল্যান্ডের জুরিখের ক্রেডিট সুইস কার্যালয়ে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচকরা জানান-বাংলাদেশে এ ধরনের বন্ড প্রথম ইস্যু করা হবে এবং বিদেশী বিনিয়োগের জন্য আইসিবিকে ক্রেডিট সুইস সর্বাত্মক সহযোগিতার জন্য রাজি হয়েছে।
এই বন্ড ইস্যুর মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে সহায়ক ভ‚মিকা পালন করবে। আর এই বন্ড ইস্যুর ক্ষেত্রে প্রধান সমন্বয়ক হিসেবে ক্রেডিট সুইসের কাজ করার কথা রয়েছে।
তবে এ বিষয়ে এখনো কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। বন্ড ইস্যু সমন্বয়ের পাশাপাশি ক্রেডিট সুইস নিজেও এই বন্ডে বিনিয়োগ করতে পারে বলে জানানো হয় অনুষ্ঠানে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন