শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

করোনায় শেষ দিয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

আমেরিকার ইয়াঙ্কটনে বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ আরচ্যারি দল। র‌্যাঙ্কিং রাউন্ড শুরু হয়েছে গতকাল রাতে। তার আগেই জানা গেলো বাংলাদেশ দলের নারী রিকার্ভ আরচ্যার দিয়া সিদ্দিকী করোনা পজিটিভ। ফলে বলা যায় করোনা কেড়ে নিলো দিয়া’র বিশ্ব চ্যাম্পিয়নশিপ! আসরে খেলতে গত শুক্রবার আমেরিকা পৌঁছায় লাল-সবুজের আরচ্যাররা। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বাংলাদেশ দলের সবার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। পরীক্ষায় সবার ফল নেগেটিভ আসলেও একমাত্র দিয়া সিদ্দিকীর পজিটিভ আসে।
এ প্রসঙ্গে আরচ্যারি ফেডারেশনের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম টিপু কাল সন্ধ্যায় বলেন বলেন, ‘আমরা তথ্য পেয়েছি দিয়া করোনা পজিটিভ। তার দ্রæত সুস্থতা কামনা করছি। তবে যেহেতু আর কয়েক ঘণ্টা পরেই আসর শুরু হবে। এর আগে দিয়া পজিটিভ হওয়ায় তার না খেলার সম্ভাবনাই বেশি। আর র‌্যাঙ্কিং রাউন্ডে অংশ নিতে না পারলে টুর্নামেন্টে খেলাও সম্ভব না। তাই বলতেই পারি দিয়াকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাচ্ছি না আমরা।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন