বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শিরোপা পুনরুদ্ধারের মিশনে মেরিনার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের মিশনে নেমেছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। দলবদলকে সামনে রেখে খেলোয়াড় সারোয়ার মোর্শেদ শাওনকে নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে দ্বন্ধে জড়ালেও শেষ পর্যন্ত তারুণ্যদ্বীপ্ত শক্তিশালী দলই গড়েছে মেরিনার। শাওন ইস্যুতে মোহামেডান-মেরিনার আদালত পর্যন্ত যাওয়ার কারণে কাল দুপুর থেকেই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ছিল পুলিশ প্রহরা। বিকাল চারটায় বাদ্যযন্ত্রের তালে তালে ভেপু বাজিয়ে শ’দুয়েক সমর্থক নিয়ে দলবদল করতে আসে মতিঝিল পাড়ার ক্লাবটি। এদিন ১৬ খেলোয়াড়কে নিবন্ধন করিয়েই তারা জানিয়ে দিল শিরোপা পুনরুদ্ধানের জন্যই এবার প্রিমিয়ার লিগে খেলবে মেরিনার। তাদের মধ্যে জাতীয় দলের চারজন ছাড়াও অনূর্ধ্ব-২১ দলের রয়েছেন চারজন। পরে দল নিয়ে সন্তোষ প্রকাশ করে চয়ন বলেন, ‘শিরোপা পুনরুদ্ধারের জন্যই এবার দল গড়েছে মেরিনার। আমরা ক্লাবকে ফের চ্যাম্পিয়ন করাতে চাই।’
২০১৬ সালে প্রথম এবং শেষবার প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছিল মেরিনার ইয়াংস। ২০১৮ সালে সর্বশেষ লিগের ফাইনালে দ্ব›েদ্ব জড়িয়ে পড়েন মোহামেডান ও মেরিনারের খেলোয়াড় ও কর্মকর্তারা। এ নিয়ে অনেক দেন-দরবার হয়েছে। পরে হকি ফেডারেশনের সভায় মোহামেডানকে চ্যাম্পিয়ন ও মেরিনারকে তৃতীয় স্থান দেওয়া হয়। মূলত মোহামেডানের সঙ্গে মেরিনারের রেশারেশির শুরু সেই থেকে। পাঁচদিন আগে ডিফেন্ডার সারোয়ার মোর্শেদ শাওনকে নিয়ে পানি কম ঘোলা হয়নি। ক্লাবে গিয়ে মেরিনারের কর্মকর্তা ও সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ মোহামেডানের কর্মকর্তাদের। এ নিয়ে তারা মামলাও করে মেরিনারের তিন কর্মকর্তা ও এক সমর্থকদের বিরুদ্ধে। তাই একটু বেশিই সতর্কতা থেকে পুলিশি প্রহরার ব্যবস্থা করেন ফেডারেশনের কর্মকর্তারা। মেরিনার ইয়াংস ক্লাবের হকি দলের ম্যানেজার নজরুল ইসলাম মৃধা বলেন, ‘আমাদের খেলোয়াড় ছিনতাই করা হয়েছে। আগেরবার শিরোপা নিয়ে ষড়যন্ত্রও করা হয়েছিল। এবার আমরা শিরোপা পুনরুদ্ধার করতে চাই।’ শাওনের বিষয়ে তিনি বলেন, ‘শাওনের বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নিচ্ছি খুব শিগগিরই।’
এবারের লিগে বিদেশি ছাড়া যে ১৬ জনকে দলবদল করিয়েছে মেরিনার তাদের মধ্যে আছেন জাতীয় দলের চারজন। এরা হলেন- বিপ্লব কুজুর, সোহানুর রহমান সবুজ, মিলন হোসেন ও ফজলে হোসেন রাব্বি। এছাড়া অনূর্ধ্ব-২১ দলের রয়েছেন চারজন- পারভেজ হোসেন পাপ্পু, আশিকুর রহমান, সাইজুদ্দিন ও খলিলুর রহমান। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন এবং ইরফান উল হকও এবার খেলছেন মেরিনার্সে। এছাড়া দলের অন্য সদস্যরা হলেণ- সাদিকুল ইসলাম মেরাজ, মেহেদী হাসান লিমন, রোহান সাব্বির, তাসিন আলী, শাহরুখ আহমেদ শাহ ও সাহিদুর রহমান সাজু।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন