শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২১, ৭:০৫ পিএম

রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে গত বুধবার থেকে সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে “সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং” শীর্ষক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড এর উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বলেন, ব্যাংকের আইটি অবকাঠামো এবং তথ্য নিরাপদ রাখতে এ প্রশিক্ষণ কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যাংকের আইটি নির্বাহী ও কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বিশেষায়িত কোর্সসমূহ অব্যাহত রাখার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান কার্যালয়ের আইটি বিভাগসমূহের নির্বাহী ও কর্মকর্তাসহ মোট ১০ জন অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক প্রশিক্ষণ একাডেমির প্রিন্সিপাল, উপমহাব্যবস্থাপক মোঃ সাফায়েত হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন