জম্মু-কাশ্মীরের উধমপুরে পান্তিটপ এলাকার কাছে ভারতের সামরিক হেলিকপ্টার জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন দুই পাইলট। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা ওই হেলিকপ্টারের দুই পাইলটকে উদ্ধার করে দ্রæত হাসপাতালে নিয়ে গেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, পাইলটদেরকে আর্মি কমান্ড হাসপাতাল উধমপুরে স্থানান্তর করা হচ্ছে। তিনি টুইটারে লিখেছেন, পান্তিটপ এলাকায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। কথা বলেছি উধমপুরের ডিসি মিসেস ইন্দু চিব-এর সঙ্গে। আমার অফিস অব্যাহতভাবে আরো সহায়তার জন্য যোগাযোগ অব্যাহত রেখে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয়রা ওই পাইলটদের উদ্ধারের চেষ্টা করছেন। হেলিকপ্টারটি একটি জঙ্গলের মধ্যে অবতরণ করতে গিয়ে তা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটেছে শিবগড় ধর এলাকায়। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন