শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় গ্রেফতার ৩

বাউল শিল্পীর মাথা ন্যাড়া

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মেহেদী হাসান নামের এক কিশোর বাউল শিল্পীকে মারধর করে মাথা ন্যাড়া করার অভিযোগে স্কুল শিক্ষকসহ তিন গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানার পুলিশ উপজেলার জুড়ি মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল- শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ও জুড়ি মাঝপাড়ার বাসিন্দা মেজবাউল ইসলাম, একই গ্রামের শফিউল ইসলাম খোকন ও তারেক রহমান। ঘটনার শিকার বাউল শিল্পী মেহেদী হাসানও জুড়ি মাঝপাড়া গ্রামেরই বেল্লাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, মেহেদী হাসান গুজিয়া উচ্চবিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে আর্থিক অনটনের কারণে আর পড়াশোনা করতে পারেনি। এরপর পার্শ্ববর্তী ধাওয়াগীর গ্রামের মতিন বাউলের সঙ্গে পরিচয় হলে সে তার শিষ্যত্ব গ্রহণ করে। মেহেদী এরপর থেকে মতিন বাউলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান গেয়ে উপার্জিত টাকায় জীবিকা নির্বাহ করে আসছিল। বাউল শিল্পী হওয়ার কারণে মেহেদী হাসান সাদা লুঙ্গি, সাদা ফতুয়া এবং সাদা গামছা ব্যবহার করতো। পাশাপাশি বাউলরীতি অনুযায়ী মাথায় বাবরী (লম্বা) চুল রেখেছে।

এদিকে গ্রেফতারকৃতরা মেহেদী হাসানের পরনের পোশাক এবং মাথার চুল নিয়ে বিভিন্ন সময় অশালীন মন্তব্য ও কটাক্ষ করতো। এসবের প্রতিবাদ করায় কয়েকজন গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মেহেদীর বাড়িতে যায়। তারা মেহেদীকে ঘুম থেকে ডেকে তুলে জোর করে চুল কাটার মেশিন দিয়ে তার মাথা ন্যাড়া করে দেয়। সে সময় বাধা দিতে গেলে তাকে মারধরও করা হয়। তারা ওই সময় তাকে বাউল গান ছেড়ে দিতে বলে এবং মাথার চুল আবার বড় করলে তাকে গ্রাম ছাড়া করার হুমকি দেয়।
ঘটনার পর থেকে লজ্জা ও ভয়ে কদিন বাড়ির বাইরে যায়নি মেহেদী। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গত মঙ্গলবার রাতে মোবাইল ফোনে বাউল শিল্পীর মাথা ন্যাড়া করে দেয়ার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তিনি মেহেদীকে পুলিশ হেফাজতে নেন। সেই সঙ্গে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত তিনজনকে আটক করেন। পরে আটক তিনজনসহ ৫ জনের নাম উল্লেখসহ ৭ জনের বিরুদ্ধে মেহেদী হাসান বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি অমানবিক। তাই দ্রুত একশনে যায় পুলিশ। মেহেদীর নিরাপত্তার বিষয়টিও দেখভাল করবে বলেও জানান ওসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন