বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনায় সিলেটে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ২:২৮ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও তিনজনের সিলেটে। এনিয়ে মৃতের সংখ্যা সাড়ে ছাড়িয়ে গেছে ১১শ’ তে। সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে ওসমানী হাসপাতালে একজনসহ ৩ জন করোনা রোগী মারা গেছেন সিলেট। এনিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৫১ জন। এর মধ্যে ওসমানীতে ১১৬ জন সহ সিলেট মৃতের সংখ্যা ৯৬০ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও ৪৭ জন রয়েছেন হবিগঞ্জের। এদিকে, গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট ২২ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৮ জন ও ৩ জন রয়েছেন হবিগঞ্জের। ৮১৮ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদেরকে। শনাক্তের হার ৪ দশমিক ১৬ ভাগ। সবমিলিয়ে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৪১১ জন বিভাগে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৮৫ জন সহ সিলেট শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৪৯৮ জন, সুনামগঞ্জের ৬২২৯ জন, মৌলভীবাজারের ৮০৭০ জন ও ৬৬১৪ জন রয়েছেন শনাক্তের হবিগঞ্জে। এদিকে, গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৪ জন বিভাগে। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৮৪৮ জন। বর্তমানে ৯৯ জন করোনা রোগী ভর্তি আছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন