শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন শেখ হাসিনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৩:১৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন। ইউএনজিএর অধিবেশনে এবারও বাংলায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। এটি হবে বাংলা ভাষায় দেওয়া তার ১৮তম ভাষণ। শেষ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুস্মরণ করে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, জাতিসংঘে দেয়া ভাষণে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ মোকাবেলা ও পরবর্তী অর্থনৈতিক অবস্থা পুনর্গঠনে পদক্ষেপ গ্রহণ বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এছাড়া টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও অসমতা দূরীকরণ নিয়েও কথা বলবেন তিনি।

২১ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথম দিন অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর চলতি অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন। শতাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান নীতিনির্ধারণী এই বৈঠকে সশরীরে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সূত্র : বাসস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন