শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে আজ চালু হচ্ছে জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ২:৩৫ পিএম

সিলেটে আজ শনিবার থেকে চালু হচ্ছে জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক। নির্মাণকাজ শুরুর দীর্ঘ ১৫ বছর পর
নগরের দক্ষিণ সুরমার আলমপুরে নির্মিত এই পার্কটি আজ থেকে চালু হচ্ছে পরীক্ষামূলকভাবে। নির্ধারিত ফি’র মাধ্যমে পার্কটিতে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। নামকরণ জটিলতায় প্রায় ১৫ বছর আটকে ছিলো এই পার্কের নির্মাণ কাজ। এইসময়ে নষ্টও হয়ে পড়ে পার্কের অনেক যন্ত্রপাতি। অবশেষে 'জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক' নামে চালু হতে যাচ্ছে এই পার্কটি। সিলেট সিটি করেপারেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, আজ দুপুরে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই পার্কটি পরীক্ষামূলকভাবে চালু হবে। এরপর পরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আজ থেকেই দর্শনার্থীরা প্রবেশের সুযোগ পাবেন পার্কে। সকল কাজ শেষ হলেও এতোদিন নামকরণ জটিলতায় আটকে যায় এই পার্কের উদ্বোধন। এরআগে বিভিন্ন সময়ে 'এম. সাইফুর রহমান শিশু পার্ক', 'সিলেট ন্যাচারাল পার্ক', 'দক্ষিণ সুরমা শিশু পার্ক'- এরকম বিভিন্ন নামে পার্কটির নামকরণের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। শেষ পর্যন্ত শেখ হাসিনার নামে নামকরণ করেই চালু হচ্ছে পার্কটি। এরআগে গত ১৬ সেপ্টেম্বর সিসিকের ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণাকালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীর দক্ষিণ সুরমার আলমপুরস্থ জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কে অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে সর্বশেষ ২ কোটি টাকা বরাদ্দ রেখেছে সিলেট সিটি কর্পোরেশন। পার্কটির উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে। অল্প কিছু কাজ বাকি রয়েছে, শেষ করে অচিরেই পার্কটি উদ্বোধন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন