মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

টাকার জন্য নিজেদের ডিএনএ পরিবর্তন করে ফেলেছে অজি ক্রিকেটাররা : রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ২:৩৭ পিএম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কড়া সমালোচনা করেছেন। পাকিস্তানি সংবাদ সংস্থা এআরআইয়ের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেছেন টাকার জন্য নিজেদের ডিএনএ পরিবর্তন করে ফেলেছে অজি ক্রিকেটাররা।

অস্ট্রলিয়ার ক্রিকেটাররা মাঠে আগ্রাসী থাকে। প্রতিপক্ষ দলের খেলোয়াদের স্লেজিং করে। এটিই তাদের চিরচেনা রূপ। রমিজ বুঝিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ডিএনএই এ রকম। কিন্তু টাকা ও আইপিএলের জন্য শুধুমাত্র ভারতের বিপক্ষে এরকম আচরণ করা থেকে বিরত থাকে, উল্টো খুশি মনে খেলে বলে দাবী করেন রমিজ।

এ ব্যপারে তিনি বলেন, 'অষ্ট্রেলিয়ানরাতো টাকার জন্য তাদের ডিএনএ পরিবর্তন করেছে। তারা ভারতের বিপক্ষে খুশি মনে ও আগ্রাসী মনোভাব ছাড়া খেলে। আইপিএলের চুক্তি বাঁচানোর জন্য ক্রিকেটারদের উপর চাপ রয়েছে। আইপিএল থেকে ক্রিকেটাররা টাকা ছাড়াও উপরি জিনিসপত্র পায়।'

তাছাড়া তিনি ইংল্যান্ড ও নিউজিল্যান্ডেরও সমালোচনা করেছেন। এ দুটি দেশ পাকিস্তানের সঙ্গে অন্যায় করেছে বলেও দাবী করেন তিনি। সূত্র : ক্রিকট্রেকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD.KAMAL HOUSSAIN ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪৯ পিএম says : 0
ENG NZ AR PAKISTANER KACE KHOMA CAUA UCIT ANONG PUNORAY KHELA GOLO HAUA UCIT
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন